fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

ডেলটার জায়গা দখল করছে ওমিক্রন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে এখনো করোনার ডেলটা ধরনেরই প্রাধান্য আছে। তবে এর জায়গা দখল করে নিচ্ছে অমিক্রন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে কথাগুলো বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, অমিক্রনের উপসর্গগুলো এখন রোগীদের মধ্যে দেখা যাচ্ছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে নাজমুল ইসলাম বলেন, ‘অতি সম্প্রতি আমাদের কমিউনিটি পর্যায়ে অমিক্রনের সংক্রমণ হচ্ছে। ডেলটার সংক্রমণ এখনো সবচেয়ে বেশি। তবে অমিক্রনও একটু একটু করে সেই জায়গা দখল করে নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আরও বলেন, অমিক্রনের যে উপসর্গগুলো আছে, সেগুলো যদি খেয়াল করি, তাহলে দেখব শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে। মাথা ব্যথা করছে ৬৮ শতাংশে মানুষের। অবসন্নতা বা ক্লান্তি অনুভব করছেন ৬৪ শতাংশ রোগী । হাঁচি দিচ্ছেন ৬০ শতাংশ, গলব্যথা ৬০ শতাংশের এবং কাশি দিচ্ছেন ৪৪ শতাংশ রোগী। এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। এর সঙ্গে মৌসুমি যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এর সঙ্গে মিল রয়েছে। কাজেই যেকোনো পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হাসপাতালে রোগী ভর্তি তিন থেকে চার মাসের তুলনায় অনেক বেশি বেড়েছে। এটি অব্যাহত আছে। ঢাকা শহরের সাধারণ কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪ হাজার ৭৩৬। এর মধ্যে খালি আছে ৩ হাজার ৪৫৫টি শয্যা। ১১৯টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেনব্যবস্থা চালু আছে।

টিকা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, প্রথম ডোজের মোট ৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ২৩৩টি টিকা দেওয়া হয়েছে। ৫ কোটি ৮০ লাখের বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। ১ কোটি ২৮ লাখের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ১৪ লাখের বেশি শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button