বাংলাদেশ
সার্চ কমিটিতে বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না: তথ্যমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটিতে বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে এমন অংশগ্রহণমূলক উদ্যোগ আশপাশের কোনো দেশে নেওয়া হয়নি। যেখানে তিনশর বেশি নাম জমা পড়েছে, সেখানে বিএনপির ঘরে বসে থাকলেও কোন লাভ নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সরাসরি নাম জমা না দিয়ে গোপনে অন্যদের মাধ্যমে নাম জমা দিয়েছে এবং তাঁদের বুদ্ধিজীবীরা সেখানে গিয়েছেন। দেশের মানুষ বলছেন, তাঁরা যে নামগুলো দিয়েছেন, আসলে সেগুলো বিএনপির নাম।
বাংলাটিভি/ সাকিব