fbpx
বিনোদনঢালিউডশোক সংবাদ

অভিনেতা মাসুম আজিজ আর নেই

ক্যান্সারের সাথে যুদ্ধে হেরে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন,একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও বিশিষ্ট নাট্যকার মাসুম আজিজ। আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রায় চার দশকের বেশি সময় ধরে নিয়মিত মঞ্চ ও টেলিভিশনে নাট্যাঙ্গনে বিচরণ ছিলো মাসুম আজিজের। গুণী এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৫২ সালের ১৭ই অক্টোবর জন্মগ্রহণ করেন মাসুম আজিজ। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মনিয়োগ করেন তিনি। এরপর ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

পরবর্তীতে, হুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক উড়ে যায় বকপক্ষী নাটকে অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেন মাসুম আজিজ। একের পর এক অভিনয় দক্ষতায় দর্শক হৃদয়ে জায়গা করেন নেন গুনী এই অভিনেতা। দীর্ঘ কর্মজীবনে ৪০০’র অধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।

এছাড়া বড় পর্দায়ও তিনি কাজ করছেন ঘানি, গহিনের শব্দ, গেরিলা ইন্দুবালার মতো নন্দিত বিভিন্ন চলচ্চিত্রে।

শুধু অভিনয়ে নয়, মাসুম আজিজের কণ্ঠেও ধারণ করেছিলেন অনেক শিল্পীর কালজয়ী সব গান। তার কন্ঠের মুর্ছনাতেও আবেগাপ্লুত বহু ভক্ত।

২০০৬ ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচিত্র পুরস্কার পান মাসুম আজিজ। এছাড়া ২০২২ সালে একুশে পদকে ভূষিত হন এই বরেণ্য শিল্পী।

মাসুম আজিজের মতো গুণী অভিনেতার মৃত্যু, দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button