fbpx
দেশবাংলা

মিজমিজি পাইনাদী রেকমত আলী হাইস্কুলের এসএসসি’১৫ ব্যাচের ইফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচ এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি রেস্টুরেন্টে এ ইফতার আয়োজন করা হয়।

IMG 20230403 193137 935 scaled

এসময় মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী নাজমুল, আরাফাত, মেহেদী, ফাহিম, রাফি, নোমান, রায়হান, হাবীব, শরীফ, ইফতি, রিয়াজ, সাইফুল, রিমন, আরিফ, শাখাওয়াত, শামীম, রাহী, হৃদয়, দ্বীন ইসলাম, রিফাত, রাকিব, সোহাগ, সাজ্জাদ, পাভেল, নিয়াজ, শান্ত, জুবায়ের, ইমন, নেছার, কাউছার ও বাপ্পী।

এসময় বন্ধুরা মিলে স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে উঠে।

সংশ্লিষ্ট খবর

Back to top button