fbpx
বাংলাদেশ

বঙ্গবাজারে আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

বঙ্গবাজারে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে- বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

সকালে এফডিসি’তে ডিবেট অফ ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া আদালত থেকে ছিনিয়ে নেয়া জঙ্গিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সকালে এফডিসি অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, শুধুমাত্র প্রশাসনের তৎপরতায় কিশোর অপরাধ বন্ধ করা সম্ভব নয়। সেজন্য সমাজ ব্যবস্থা এবং পরিবারকেও দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএমিপি কমিশনার। এসময় তিনি বলেন, বঙ্গবাজারের স্থানে বহুতল ভবন করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। আগুনের ঘটনা এই দ্বন্দ্বের কারণে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস অগ্নিকান্ডের তদন্ত করছে।

এসময় আদালত চত্বর থেকে পালানো জঙ্গিদের গ্রেফতারে পুলিশের তৎপরতার কথা তুলে ধরেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button