fbpx
রাজধানী

কলাবাগানে ট্রাকচাপায় বাইকচালক নিহত

রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক (২৩) বছর।

সোমবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে রোববার দিনগত রাত ১টার দিকে কলাবাগান সামারাই কনভেনশন সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী ওই যুবককে চাপা দেয় ট্রাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বাইক চালিয়ে যাচ্ছিল ওই যুবক। এসময় বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে যায়, তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button