fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদ

লাগামহীন নিত্যপণ্যের বাজার

ঈদের দ্বিতীয় সপ্তাহে লাগামহীন নিত্যপণ্যের বাজার। অজানা কারণে হঠাৎ করে আবারো বেড়ে গেছে, ভোজ্যতেল আর চিনির দাম। বিভিন্ন অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে মাছের  দাম। তবে কিছুটা স্বস্তি ব্রয়লার মুরগির বাজারে। বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের।

682795 158

রমজানে নিত্য পণ্যের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও, ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে তা লাগামহীন হয়ে পড়েছে। আপস:

আবারো কেজি প্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। হঠাৎ করে দাম বৃদ্ধিতে, ক্রেতাদের অন্তহীন ক্ষোভ।

অন্যদিকে, বাজার ঘুরে কোথাও মিলছে না চিনি। দুই একটি দোকানে পাওয়া গেলেও, বিক্রি হচ্ছে বেশি দামে।

সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে বেড়েছে, ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। দ্রব্যমূল্যের এমন উর্দ্ধগতির কারনে বাজার অনেকটাই ক্রেতা শূন্য।

সরবরাহ কম থাকার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। উর্ধ্বমুখী বাজার দরের লাগাম টেনে ধরতে, মনিটরিং জোরদারের দাবি সাধারণ মানুষের।

সংশ্লিষ্ট খবর

Back to top button