fbpx
রাজনীতিবিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সংলাপের ফাঁদে পা নয়: ফখরুল

আলোচনার নামে এর আগেও দুইবার সরকারের প্রতারণার স্বীকার হয়েছে বিএনপি, তৃতীয়বার আর প্রতারণার ফাঁদে পা দেবে না- বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, স্মরণ সভায় যোগ দিয়ে  এসব কথা বলেন তিনি।

এসময় ফখরুল বলেন,  সুষ্ঠু নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষসতাসীনরা বিজয়ী হতে পারবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি রাজি নয়, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যাদের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

 

বুলবুল / বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button