fbpx
আওয়ামী লীগরাজনীতি

অগ্নিসন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি: কাদের

আগুন সন্ত্রাসের জন্য জামায়াতকে আবারও মাঠে নামিয়েছে বিএনপি, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ খেলতে নামলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে পাবে না। বিকেলে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে, এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিকেলে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় বক্তৃতায় তিনি বলেন, বিএনপির মাথায় এখন ভূত ঢুকেছে। নির্বাচনকে সামনে রেখে আবারও দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস চালানোর জন্য বিএনপি-জামায়াত জোট প্রস্তুতি নিচ্ছে।

আওয়ামী লীগ মাঠে নামলে অপশক্তিরা পালানোর পথ খুজে পাবে না বলে জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। এসময় যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

 

বুলবুল / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button