fbpx
সরকারপ্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি পান তিনি।

সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি কারাগারের অভ্যন্তরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। তখন চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন।মুক্তির দাবীতে আন্দোলনের মুখে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জোট, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিশাল জয় অর্জন করে এবং দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই আপোসহীন মনোভাব নিয়ে, রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু। জনগণের অকৃত্রিম ভালোবাসায় সব রক্তচক্ষু উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে, অকুতোভয় নির্ভীক সেনানীর মতো নিরবচ্ছিন্নভাবে পথ চলেছেন শেখ হাসিনা।

সকল বাঁধা-বিপত্তি জয় করে,আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উচ্চতায় আসিন হন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button