fbpx
বাংলাদেশ

কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই অপসারণের নির্দেশ

আসন্ন ঈদুল আযহায় কোরবানি দেওয়া পশুর বর্জ্য সন্ধ্যার মধ্যে অপসারণ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নিদিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রতিবছরের মতন এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে। কোরবানিকে কেন্দ্র করে যাতে কোনো দূষণ না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button