সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই: প্রধানমন্ত্রী
দেশের চার সিটি নির্বাচনসহ সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ সবসময় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী। আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট প্রতিবন্ধকতা কাটিয়ে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই দেশ বিরোধী অপশক্তি মোকাবেলায় সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
সভার সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে,সে ব্যবস্থা করা হয়েছে। সিটি নির্বাচনগুলোতে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাজেই এ নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না।
তিনি বলেন, প্রত্যেকটা নির্বাচনের সময় বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করে, এটা তাদের চিরায়ত বৈশিষ্ট। আন্দোলনের নামে যেমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মানুষকে হত্যা করা,তেমনি নির্বাচনের সময়ও একই রকম কাজ করে তারা। ভোট ডাকাতির মাধ্যমেই বিএনপির জন্ম বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে, আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোন ধরনের নাশকতা মোকাবেলায়, দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন, আওয়ামী লীগ সভাপতি।