fbpx
Uncategorized

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ২ পুরুষ, ৩ নারী, ২ শিশু রয়েছে। এ ঘটনায় ড্রাইভার আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কে মালিগ্রাম ফ্লাইওভার ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের হতে পারে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, অ্যাম্বুলেন্স ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হলে মালিগ্রাম ওভারব্রিজের ওপর পৌঁছলে রেলিংয়ে ধাক্কা লেগে মুহূর্তে গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহত ড্রাইভারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ঘটনাস্থলে সাতজন পুড়ে ছাই হয়ে যায়।

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায়।এতে অগ্নিদগ্ধ হয়ে সাতজন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button