fbpx
প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে উন্নত করছি: প্রধানমন্ত্রী

সমুদ্রের সুনীল অর্থনীতি রক্ষায়, নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা, কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কারো সাথে সংঘাত নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দুপুরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, পটুয়াখালীতে  নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া নিজস্ব তত্ত্বাবধায়নে, জাহাজ নির্মাণ দেশের সক্ষমতার প্রতীক বলেও জানান, প্রধানমন্ত্রী।

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা,৪১ পিসিএস-এর ৪টি জাহাজ এবং ৪টি এলসিইউ- এর কমিশনিং অনুষ্ঠানে,  দুপুরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বাংলাদেশ নৌ-বাহিনীর আধুনিকায়নে, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন, প্রধানমন্ত্রী। জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।

নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা শুধুমাত্র দেশের সক্ষমতা প্রমান করে না। এই ঘাঁটি দেশের সম্পদ রক্ষা ও বহিঃশত্রু থেকে রক্ষা করবে। তিনি জানান, বাংলাদেশ কখনো সহিংসতায় বিশ্বাস করে না। নিজেদের রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। জাহাজ নির্মাণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে  বলেও জানান সরকার প্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button