সার্বভৌমত্ব সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে উন্নত করছি: প্রধানমন্ত্রী

সমুদ্রের সুনীল অর্থনীতি রক্ষায়, নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা, কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কারো সাথে সংঘাত নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দুপুরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, পটুয়াখালীতে নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া নিজস্ব তত্ত্বাবধায়নে, জাহাজ নির্মাণ দেশের সক্ষমতার প্রতীক বলেও জানান, প্রধানমন্ত্রী।
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা,৪১ পিসিএস-এর ৪টি জাহাজ এবং ৪টি এলসিইউ- এর কমিশনিং অনুষ্ঠানে, দুপুরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বাংলাদেশ নৌ-বাহিনীর আধুনিকায়নে, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন, প্রধানমন্ত্রী। জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা শুধুমাত্র দেশের সক্ষমতা প্রমান করে না। এই ঘাঁটি দেশের সম্পদ রক্ষা ও বহিঃশত্রু থেকে রক্ষা করবে। তিনি জানান, বাংলাদেশ কখনো সহিংসতায় বিশ্বাস করে না। নিজেদের রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। জাহাজ নির্মাণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে বলেও জানান সরকার প্রধান।