ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৭
ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন শিশু, ৮ নারী এবং ৬ জন পুরুষ। দুর্ঘটনায় আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্ভি করা হয়েছে, তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
সকালে ঝালকাঠি সদর উপজেলায় ধানসিড়ি ইউনিয়নের কাছে ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসার স্মৃতি নামে বাসটি ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিল। ছত্রকান্দা এলাকায় পৌছে বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ ১৭ যাত্রী।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে, বাসে ভেতর থেকে একের পর এক মরদেহ বের করে আনে।
জীবিত উদ্ধার করা যাত্রীদেরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পুকুরে বাস ডুবে যাওয়ার ঘটনায় আর কোন মরদেহ আছে কিনা দেখতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। এদিকে, পাম্প বসিয়ে পুকরটির পানি অপসারণ করা হচ্ছে।
বাংলা টিভি / বুলবুল