রাজনীতিআওয়ামী লীগ
ঝুঁকিপূর্ণ হলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
সামাজিক অপরাধের পাশাপাশি রাজনৈতিক অপরাধ বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ঝুঁকিপূর্ণ হলেও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, তবেই সমাজ সঠিক পথে চলবে।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্রাবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এসময় তথ্যমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম অতিতের যেকোন সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে।
রাজনীতির নামে যারা নাশকতা করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে তাদের মুখোস উন্মোচনে সাংবাদিকদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল