অপরাধ
রাজনীতির নামে যারা জনদুর্ভোগ সৃষ্টি তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না, যারা আইন লঙ্ঘন করে বিশৃঙ্খলা করে জনদুর্ভোগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে- বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্রাব আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত বিএনপির যত নেতাকর্মী গ্রেফতার হয়েছে, সবাই কোনও না কোনও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণ করার অভিযোগ সঠিক নয়, বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল