নির্বাচন প্রতিহতের ঘোষণা নির্বাচন বানচাল করার শামিল: তথ্যমন্ত্রী
নির্বাচন প্রতিহতের ঘোষণা নির্বাচন বানচাল বা নষ্ট করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সোমবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, এক অদৃশ্য শক্তির কারণে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে পারছে না। এ সময় আওয়ামী লীগ সরকারের তৈরি ডিজিটাল প্রযুক্তিকে বিএনপি মিথ্যাচার চালাতে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
বিএনপির সমাবেশ চলাকালীন ইন্টারনেট বন্ধ করার বিষয়ে মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না বরং বিএনপি তাদের এজেন্ট ব্যবহার করে সরকার এবং দেশের বিরুদ্ধে বিষদগার করছে।