বিএনপি কোনো অশান্তি সৃষ্টি করলে প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের

আগামী ২৭ জুলাই বিএনপির সমাবেশ সংঘাতের কোন আশঙ্কা নেই তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত নয়, শান্তিতে বিশ্বাস করে। আজ সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, জনগণই আওয়ামী লীগ সরকারের শক্তি, তাই আমরা জনগণ ছাড়া কাউকে ভয় পাই না।
তিনি বলেন, লাঠি, কম্বল, হাড়ি-পাতিল নিয়ে পিকনিক পার্টি আগেও বিএনপি করেছে। যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি। এখন একটু সমস্যা ডেঙ্গু মশা। সমাবেশ করতে এসে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে না হয় তাদের।
বিএনপির সরকার পতনের এক দফার আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় মন্তব্য করে তিনি বলেন, দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ।