fbpx
খেলাধুলাফুটবল

আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়েছে ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দল। ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জালে ১০ বার বল জড়ায় ব্রাজিল। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।

‘বি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। বড় জয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে তারা। চার ম্যাচের সবগুলো জিতেছে ব্রাজিল, আর আর্জেন্টিনার জয় একটি। গ্রুপের শেষ দল আর্জেন্টিনা।

বলিভিয়ার বিপক্ষে নবম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর শনিবার সেমিফাইনালে স্বাগতিক চিলির সঙ্গে লড়বে ব্রাজিল। একই দিন সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। আগামী ১৩ আগস্ট হবে ফাইনাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button