খালেদা-তারেকের নির্দেশেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল: প্রধানমন্ত্রী

আজ সোমবার (২১শে আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি বলেন,খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশেই গ্রেনেড হামলা চালানো হয়।বিএনপি শুধু হত্যার রাজনীতিই জানে,তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
১৯ বছর আগে, ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে, বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত শহীদ বেদিতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রী ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও হতাহতের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এরপর ২১ আগস্টের আলোচনা সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতেই সেদিন গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির উত্থানই হয়েছে হত্যা-ক্যু ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তারা শুধু হত্যার রাজনীতিই জানে।
খালেদা ও তারেকের নির্দেশেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তদন্তেও তা প্রমানিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, খুনিদের দলকে বাংলাদেশের মানুষ ছাড় দেবে না। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে,সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।