আরও নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে

নতুন করে আরও নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ।
দেশগুলো হলো চীন, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও ইউএই।
ভারত সরকার তাদের দেশ থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের পর বাংলাদেশ বেড়েছে পেঁয়াজের দাম। যারফলে নতুন করে আরও নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীন থেকে দুই হাজার ৪০০ টন, মিশর তিন হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার এক হাজার ১০০ টন, তুরস্ক দুই হাজার ১১০ টন, মিয়ানমার ২০০টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস চার টন ও ইউএই থেকে তিন টনের অনুমতি দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে তিন লাখ ৭৯ হাজার টন।
গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এই শুল্ক অবিলম্বে কার্যকর হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে।