fbpx
Uncategorized

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ফের বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে দেখা গেছে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি। ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

গত দুদিনে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকাতেও চলছে টানা বর্ষণ। ফলে মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। তিস্তার পানি উপচে তীরবর্তী বেশকিছু নিম্নাঞ্চল, ফসলি জমি প্লাবিত হয়েছে।

লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, ডাউয়াবাড়ি ও সিন্দুর্ণা, আদিতমারীর মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি রাস্তাঘাট। পানিতে তলিয়ে গেছে আমনক্ষেত।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন,‘ভারতের সিকিমসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় দেশে তিস্তার পানি আরও বাড়তে পারে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button