fbpx
বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দেবেন ৩ বিদেশি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় ঢাকার আদালতে সাক্ষ্য দিতে আসবেন আমেরিকার এফবিআই ও কানাডার রয়্যাল পুলিশের তিন সদস্য। আগামী ১০ই অক্টোবর তাদের সাক্ষ্য নেয়ার দিন ঠিক করা হয়েছে।

আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই তিন সাক্ষীকে আদালতে আনা নিয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।

এর আগে,গত ১২ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আজ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল।খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর বিদেশি তিনজনের সাক্ষ্য নেওয়ার আবেদনের উপর শুনানি হয়।আদালত আবেদনটি মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button