fbpx
বাংলাদেশআন্তর্জাতিকসরকার

চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব স্বার্থ ও উদ্যোগের বিষয়ে,চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের অবিচল পারস্পরিক আস্থা নিয়ে, তারা সবসময়ই সন্তুষ্ট।বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ব্রিকস সম্মেলনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দু’দেশের অবকাঠামোগত উন্নয়ন,তথ্য প্রযুক্তি,নতুন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এছাড়া আসাদুজ্জামান খান বলেন, ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম চীনে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের মাধ্যমে সেই স্মৃতিচারণ করা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button