চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব স্বার্থ ও উদ্যোগের বিষয়ে,চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের অবিচল পারস্পরিক আস্থা নিয়ে, তারা সবসময়ই সন্তুষ্ট।বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি ব্রিকস সম্মেলনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দু’দেশের অবকাঠামোগত উন্নয়ন,তথ্য প্রযুক্তি,নতুন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া আসাদুজ্জামান খান বলেন, ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম চীনে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইয়ের মাধ্যমে সেই স্মৃতিচারণ করা যায়।