fbpx
বানিজ্য সংবাদঅর্থনীতিবাংলাদেশ

লাগামহীন কাঁচাবাজারে ক্রেতাদের নাভিশ্বাস, সবজির দর আকাশছোঁয়া

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। টানা বৃষ্টিতে দেশের বিভিন্নস্থানে শীতের আগাম সবজি নষ্ট হওয়ার অজুহাতে, চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

পিয়াজ,আলু ও মুরগির দামও বাড়তি। দাম নিয়ে চরম ক্ষোভ,মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের। প্রায় এক মাস আগে সরকার কিছু নিত্যপণ্যের দাম বেঁধে দিলেও,কমার পরিবর্তে উল্টো বেড়েছে।

ডিম আলু ও পেঁয়াজের বাজার এখনও অস্থির। সবজির দামও ক্রেতাদের নাগালের বাইরে। ৮০ টাকার নিচে মিলছেনা কোন সবজি। পেঁয়াজের দাম সেঞ্চুরী ছাড়িয়েছে। বেড়েছে মুরগী ও মাছের দাম। ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা। তবে স্থিতিশীল রয়েছে গরু-খাশি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম।

বাংলা টিভি / মাসুদ রান

সংশ্লিষ্ট খবর

Back to top button