fbpx
বাংলাদেশ

আজ বিজয়া দশমী

বিজয়া দশমী আজ । প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপন হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর চরণে সিদুর দেয়ার আনুষ্ঠানিকতা পালন করেন বিবাহিত নারীরা।

দশমী তিথিতে আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন কৈলাসে স্বামীর গৃহে।সকালে বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি আর অঞ্জলি সঙ্গে ঢাকের বাদ্য, নাচ সেই সাথে বিবাহিত নারীদের সিঁদুর খেলা।ধান, দূর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানায় ভক্তরা। এসময় সনাতন ধর্মাবলম্বীরা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় মেতে ওঠে সিঁদুর খেলায়।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button