বিএনপি-জামাতের নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে সবুজবাগ থানা আওয়ামীলীগ
বিএনপি-জামাত জোটের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি-সংযোগ ও অবৈধ অবরোধের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে সবুজবাগ থানা আওয়ামী লীগ। সবুজবাগ থানাধীন ৫নং ওয়ার্ডস্থ অতীশ দীপঙ্করএ মহাসড়ক (বৌদ্ধমন্দির) ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় ৮টি ভিন্ন ভিন্ন স্পটে অবস্থান কর্মসূচী, শান্তি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। রোববার (৫ নভেম্বর) সকাল থেকে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান নেন সবুজবাগ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় কর্মসূচীর নেতৃত্ব দেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিএসসিসি’র ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক লায়ন চিত্তরঞ্জন দাস৷ কর্মসূচীতে সবুজবাগ থানার অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড ও ইউনিট আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন৷
বিএনপি জোটের অবরোধ প্রতিহত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচী সম্পর্কে চিত্তরঞ্জন দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়৷ এই দেশের সাধারণ মানুষ এখন অনেক শান্তিতে আছেন৷ তারা বিএনপি জোটের এ সকল হরতাল, অবরোধের মত কর্মসূচী প্রত্যাখ্যান করেছে৷ তাদের নিরাপদ চলাফেরা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ৷