fbpx
দেশবাংলা

বেতন বৃদ্ধির বিক্ষোভে পোশাক শ্রমিকরা, বাস ভাংচুর-অগ্নিসংযোগ

বেতন বাড়া‌নোর দাবি‌তে ফুঁসে উঠেছে গার্মেন্টস শ্রমিকরা। গাজীপু‌রের কোনাবা‌ড়িতে মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ চালায় তারা।

সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা দু‌টি যাত্রীবাহী বা‌সে ভাংচুর করে পরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ ৩ জন‌কে আটক করেছে। পু‌লিশ জানায়,সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপু‌রের কোনাবা‌ড়ি‌তে মহাসড়ক অব‌রোধ ক‌রে শ্রমিকরা। সেখা‌নে পু‌লিশ টিয়ারসেল নি‌ক্ষেপ ও সাউন্ড গ্রেনেট নি‌ক্ষেপ ক‌রে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ক‌রে দেয়।

প‌রে গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। র‍্যাব জানায়,পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button