
অবশেষে নির্বাচন কমিশনের ওপর আস্থা খুঁজে পেয়েছে জাতীয় পার্টি। সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গত কয়েকদিন ধরে দলটি তাদের অবস্থান নিয়ে পরিষ্কার কিছু না জানালেও এবার আনুষ্ঠানিকভাবে ভোটে আসার কথা জানালো তারা। তবে, কারো সাথে জোটে নয়, সংসদ নির্বাচনে এককভাবেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ (বুধবার) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই ভোটে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন তারা। এদিকে, তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। বিভিন্ন আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন অনেকে।