fbpx
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১০

নিউল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট  সিরিজের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশর সংগ্রহ ৯ উইকেটে ৩১০ রান। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও  জাকির হাসান দারুন শুরু করলেও এজাজ প্যাটেলের  বলে দলীয় ৩৯ রানে প্রথম উইকেটের পতনও হয়।  মাত্র ১২ রানেই শেষ হয় এই ওপেনারের ইনিংস।

শান্তকে হারানোর আক্ষেপ নিয়েই মধ্যাহ্ন বিরতিতে যায় টিম টাইগার্স। টেস্ট মেজাজে খেলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়। ৯টি চারের সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ ছুঁতে তাকে ৯৩ বল খেলেন অভিষিক্ত অধিনায়ক। ফিলিপস এর ফুল টস ডেলিভারিতে আগ্রাসী শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মিড-অনে ক্যাচ তালুবন্দি করেন কেন উইলিয়ামসন।

ফলে ৩৫ বলে ৩৭ রান করেই শেষ হয় শান্তর ইনিংস। দলীয় ১৮০ রানের মাথায় গ্লেন ফিলিপসের বলে কট-বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মমিনুল। আউট হওয়ার আগে ৭৮ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। ফিফটির পর ক্যারিয়ারে নিজের দ্বিতীয় শতকের দিকে এগোচ্ছিলেন জয় । ইশ সোধির বলে স্লিপে ড্যারিল মিচেলের তালুবন্দি হন জয়। ৫ বলের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্যাক-ফুটে চলে যায় স্বাগতিকেরা।

অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম  উইকেটকিপার ব্যাটার তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি।  ১২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

অভিষিক্ত শাহাদাত হোসেন দিপুও ২৪ রান করে ফেরেন । শান্ত, মুমিনুল এবং দিপুর পর ‍নুরুল হাসান সোহানকেও শেষ বিকেলে ডানহাতি অফ-স্পিনার ফিলিপসিই ফেরান। ২৯ রানে ফেরেন সোহান। নাঈমকে ফেরান জেমিসন।  শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তাইজুল ও শরিফুল। প্রথমদিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান। চার উইকেট নিয়েছেন ফিলিপস।

সংশ্লিষ্ট খবর

Back to top button