আন্তর্জাতিক
গাজায় চলমান যুদ্ধবিরতি দুইদিন বাড়ানো হয়েছে

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান মানবিক যুদ্ধবিরতি আরও দুইদিন বাড়ানোর চুক্তি হয়েছে বলে জানিয়েছেন কাতারের মধ্যস্থতাকারীরা। স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ এক পোস্টে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মানবিক যুদ্ধবিরতি অতিরিক্ত দুই দিন বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে।
হামাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আগে যে সমস্ত শর্তে যুদ্ধবিরতি হয়েছিল, একই শর্তেই যুদ্ধবিরতি চলবে।’
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ৪৮ দিন পর কাতার ও মিশরের মধ্যস্থতায় গত শুক্রবার থেকে গাজায় চার দিনের ‘মানবিক’ বিরতি শুরু হয়েছিল। সোমবার রাতেই এ বিরতি শেষ হওয়ার কথা ছিল।
সোমবার রাতে হামাস ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া পর ইসরায়েল তাদের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে আরও ৩৩ জনকে মুক্তি দেয়, তবে তখন স্থানীয় সময় মধ্যরাত পার হয়ে যায়।