fbpx
বাংলাদেশআইন-বিচার

বাগেরহাটের ৭ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, ধর্ষণের মত যুদ্ধাপরাধের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ২৯৩ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

দণ্ডিতরা হলেন খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯), খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)। এদের মধ্যে প্রথম তিনজন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অপর চারজন পলাতক রয়েছেন। এ মামলার ১২ আসামির মধ্যে পাঁচজন বিচার চলাকালে মারা যান।

আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী সাতটি অভিযোগ আনা হয় এ মামলায়, যেগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত হয়। যার সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন প্রধান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা। আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম।

২৯৩ পৃষ্ঠার রায়ের সারাংশকে তিন ভাগ করে প্রথম ভাগ পড়ে শোনান বিচারপতি কে এম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ পড়েন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার। সবশেষে দণ্ডাদেশ পড়েন বিচারপতি মো. শাহীনুর ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button