fbpx
বাংলাদেশঅন্যান্য

ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ সভাপতি এবং মহিউদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে। ভোট শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। ঢাকায় সাংবাদিকদের প্রাণের সংগঠন ডিআরইউ এর এবারের নির্বাচনে ১ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেছে। ২০টি পদে মোট ৪০ জন প্রার্থী ভোটে অংশ নেন।

ডিআরইউ ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, টেলিভিশন মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সদস্য।

এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ ও কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ) নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো. হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াসমিন (জুঁথী), মো. শরিফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা এবং সাঈদ শিপন নির্বাচিত হয়েছেন।

বাংলা টিভি /এএইচএমএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button