fbpx
জাতীয় নির্বাচনদেশবাংলা

সিরাজগঞ্জে মেজর মামুনের সমর্থনে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী আব্দুল হাকিম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল হাকিম সিকদার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।

সোমবার সিরাজগঞ্জের চৌহালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খানমের বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button