fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির বিরুদ্ধে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে আওয়ামী লীগ।

সকালে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে, একটি প্রতিনিধি দল অভিযোগ জানাতে কমিশনে যায়। পরে, সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেয়ার ক্ষমতা কারও নেই। বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত কোরে তাদের থেকে ভোটারদের সুরক্ষা দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই।

দেশবাসীর উদ্দেশে বিপ্লব বড়ুয়া বলেন, সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে রবিবার গণতন্ত্রের উৎসবে অংশ নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে আগ্রহ উৎসবের আমেজ বিরাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

সংশ্লিষ্ট খবর

Back to top button