fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বিরোধী দল কে হবে তা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকার ঠিক করবেন: ওবায়দুল কাদের

বিরোধী দল কে হবে তা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকার ঠিক করবেন বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে ওবায়দুল কাদের এ কথা জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের শপথ গ্রহণের পর  বলেছেন, তিনি বিরোধী দলে ছিলেন এবং একইভাবে থাকতে চান। তার এ কথা প্রসঙ্গে ওই মন্তব্য পূণব্যক্ত করেন তিনি।

জাতীয় পার্টি ২০১৮ সালের নির্বাচনে ২৩টি আসন পেয়েছিল। এবার পেয়েছে মাত্র ১১টি।

এবারের নির্বাচনের পর জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র ভাবে নির্বাচিত প্রার্থীরা। এখন দ্বাদশ জাতীয় সংসদে কে বিরোধী দল হবে তা নিয়ে উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার নির্বাচনের পরদিনও এক সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নতুন প্রধানমন্ত্রী, নতুন সংসদের নেতা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিরোধী দল কে হবেন, তা ঠিক করবেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button