fbpx
অনুষ্ঠান

একুশে বইমেলার প্রস্তুতি চলছে জোরেসোরেই, বাহারি সাজে স্টল

বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলার কয়েকদিন বাকি। জোরেসোরেই চলছে প্রস্তুতির কাজ। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। পাঠক দর্শনার্থীদের আকর্ষনে বাহারি কারুকার্যে সাজানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীর স্টল।

আর ক’দিন পরই পর্দা উঠছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। ভাষার মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হবে। তাইতো বইমেলা প্রাঙ্গন সাজছে বাহারি রূপে। প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে স্টল সাজানোর কাজ।

দর্শনার্থীদের সুবিধায় বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানকে ৪টি চত্বরে সাজানো হয়েছে। থাকছে ডিজিটাল দিক নির্দেশনা।

এবছর বইমেলায় ৫৭৩টি প্রতিষ্ঠানকে ৭০৪ ইউনিট ও ৩৮ টি প্যাভিলিয়ন বরাদ্ধ দিয়েছে বাংলা একাডেমী।

এছাড়া মেলার নিরাপত্তায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। থাকছে সিসি ক্যামেরাসহ কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা।

নাজমুল হাসান রাজ/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button