fbpx
বাংলাদেশআইন-বিচারসরকার

শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করতে আইনমন্ত্রীকে আইএলওর আহবান

শ্রম আইনের সংশোধন নিয়ে তাড়াহুড়ো না করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় সংস্থাটি। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইএলওর সঙ্গে কি আলোচনা হলো এবং তারা আবার কোন কোন বিষয়ে সংশোধনের কথা বলেছেন- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আজকে আমরা শ্রম আইনের যে সংশোধন, সেটার বিষয়ে বসেছিলাম। এর আগে যখন বসেছিলাম তখন যে সংশোধনীর কথা বলা হয়েছিল, সেখানে আরো কিছু নতুন সংশোধনী আনার ব্যাপারে শ্রম মন্ত্রণালয় আমাকে জানিয়েছিল। সে বিষয়ে আইএলও কিছু বক্তব্য দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, আইএলও দুই দিন আগে একটা অনুরোধ জানিয়েছে যে জেনেভায় আইএলওর একটি টিম আমাদের এই মিটিংয়ে থাকতে চান। চারজনের একটি টিম আজকে ছিল। সেখানে প্রত্যেকটি ধারা নিয়ে আলোচনা করা শুরু করি। আমরা চাচ্ছিলাম শ্রম আইনটা এই পার্লামেন্টে পাস করার জন্য। কিন্তু তারা যে পরামর্শ দিয়েছে সেটা করতে গেলে এই পার্লামেন্টে তা ইনকর্পোরেট করব কি করব না, সেটার সিদ্ধান্ত নিতে পারব না।

সেজন্য আলোচনা হয়েছে, উনারা যে পরামর্শ দিয়েছে সেটা পরে বিবেচনা করা যায়। এখন এই শ্রম আইনটা পাস করা যায়। তারা বললেন, তাড়াহুড়ো না করে আমরা আলোচনা করে আরো কিছু করতে পারলে ভালো হবে।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button