fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

সীমান্তে প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার বন্ধে সম্মত ভারত: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত হত্যা বন্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ৬টি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ কোটা নির্ধারণের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে। এদিকে, ভারতের আগামী নির্বাচনের পর তিস্তা পানি বণ্টন ইস্যুতে দেশটির সাথে বাংলাদেশের আলোচনা হবে বলেও জানান তিনি।

এর আগে  ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিটো রেঙ্গলি এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসি। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিয়য়ে আলোচনা হয়। পরে, সংবাদ সম্মেলনে ভারত সফরসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ৬টি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ কোটা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী জানান, সীমান্ত হত্যা বন্ধে অপ্রাণঘাতি অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ভারতের নির্বাচনের পর তিস্তার পানিবন্টন ইস্যুতেও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তাদেরকে শিগগিরই ফেরত পাঠানো হবে।

রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button