অল্প খরচের সব প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
অল্প খরচের সব প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই সরকার গত ১৫ বছরে পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন বাস্তবায়ন করেছে তেমনি জেলা-উপজেলায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের মতো বহু অবকাঠামো উন্নয়ন করেছে।
এসময় আওয়ামী লীগ চতুর্থবার সরকার গঠন করার পর সেই ধারাবাহিকতা এগিয়ে নিতে একনেক সভায় প্রধানমন্ত্রী থেমে থাকা প্রকল্পগুলো দ্রত শেষ করার নির্দেশ দেন। বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনে সাবলম্বী হওয়ার পাশাপাশি উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, করোনার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। এরপর ফিলিস্তিনে হামলা, একের পর এক বৈশ্বিক কারণের মাশুল দিতে হচ্ছে সব দেশকেই। তাই এসব কাটিয়ে উঠতে সবাইকে সাবলম্বী হতে হবে।
সামগ্রিক পরিস্থিতিতে মিতব্যায়ীও হতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এন আর/ বাংলা টিভি