আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

যদি কোনো ভুল চিকিৎসা, কোন গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন। প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন।

সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব চিকিৎসক খারাপ না, ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না, এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি কতটুকু আছে? গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি দিতে পারলে তারা অবশ্যই থাকবে। সে বিষয়ে কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা সেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোন রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভীড় করবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button