বাংলা টিভির সঙ্গে বিএসসিএলের টিআরপি চুক্তি স্বাক্ষর

টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি সেবা বাণিজ্যিকভাবে গ্রহণের জন্য, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছে বাংলা টিভি। মঙ্গলবার বাংলা টিভি’র পরিচালক মীর নূর উস শামস শান্তনু এবং বিএসসিএল’এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি সেবা এখন থেকে মিলবে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল’এর সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে জনপ্রিয় সাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা টিভির কার্যালয়ে। এসময় প্রতিষ্ঠানের সম্প্রচার, বিপনন ও ডিস্ট্রিবিউশন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তনু এবং বিএসসিএল’এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির।

বিএসসিএল’এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও দেশীয় মেধা ব্যবহার করে প্লাটফর্মটি দাঁড় করানো হয়েছে।
অনু্ষ্ঠানে বাংলা টিভির পরিচালক বলেন, টিআরপি নির্ধারণ যে পদ্ধতি সামনে এগুচ্ছে, তা স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি ঐতিহাসিক পদক্ষেপ।
টিআরপি ডাটা সংগ্রহের জন্য দেশজুড়ে ৫০০টি ডিভাইসের মাধ্যমে এ কার্যক্রম পরিচলনা করছে বিএসসিএল।
বাংলা টিভি / রাজ



