প্রধানমন্ত্রীবাংলাদেশ
পুলিশকে জোড়ালো ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে জোড়ালো ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে, তিনি এসব নির্দেশনা দেন।
বক্তৃতার শুরুতেই, অপরাধ দমন করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখায় পুলিশের ভুমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে পুলিশ বাহিনীকে।
বর্তমানে অপরাধীরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধ করছে উল্লেখ করে, তাদের দমনে নিজেদের আরও উন্নত করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময়ে সরকার প্রধান বলেন, যে কোন সংকটে জাতীয় সম্পদ রক্ষা ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। কোন প্রকার দ্বিধা না রেখে, প্রকৃত অপরাধিদের আইনের আওতায় আনতে হবে।
এসআর



