আওয়ামী লীগরাজধানীরাজনীতি

মৃতের সংখ্যা বেড়ে ৪৬: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আহত ১২ জনের কেউই শঙ্কা মুক্ত নয়। প্রধানমন্ত্রী আহতের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, এই পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ৩৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

আগুনের ঘটনা অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিস, পিবিআই এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সিঁড়িসহ ভবনটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button