আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে রাজ্যটির কাজাংয়ে এ দুর্ঘটনা ঘটে। রাজ্য ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে কাজাং ফায়ার সার্ভিসের সদস্যদের একটি দল কাজাংয়ের তামান পুনকাক উতামা জেড হিল কেটিএম স্টেশনে ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি আরও জানান, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত তিনজন বাংলাদেশি হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তারা রেলওয়ে ট্র্যাক দিয়ে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিক ধারনা করছে মালায়েশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ।

 

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button