বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন। নিত্যপণ্যের ওপর শুল্ক আরোপ না করা যৌক্তিক বলেও জানান তিনি ।

ক্যাবের সভাপতি গোলাম রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক,এ. এইচ. এম সফিকুজ্জামানসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় এফবিসিসিআইএর পক্ষ থেকে পণ্যের অতিরিক্ত মুনাফার আশায় বাজার অস্থির না করার আহবান জানানো হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করলে সরকারও ব্যাসায়িদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিবে।

এছাড়া,ভোক্তারা যাতে পাইকারী থেকে খুচরা পর্যায় পর্যন্ত পণ্যের মূল্য জানতে পারে সেজন্য নতুন একটি সাপ্লাই চেইন অ্যাপস ও জরুরি কলের জন্য হটলাইনের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button