রাজধানী

ডিএনসিসির লেক পরিস্কার কর্মসূচি শুরু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব লেক পরিস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার গুলশান লেক পরিস্কারের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মশার বংশ বিস্তার রোধে লেকে বর্জ না ফেলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, লেক পরিস্কারের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শিগগিরই রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ সব পক্ষকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসার কথা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button