fbpx
দেশবাংলা

ঈদের ছুটিতে সারাদেশের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচেড়া ভিড়

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। নারী-পুরুষ,শিশু-কিশোর সকলে এক সারিতে মিলে, ঈদ আনন্দ উপভোগ করছে। পযটকদের নিরাপত্তায় কড়া নজরদারীতে রয়েছে আইনশৃংখলা বাহিনী।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে, ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে নরসিংদীর বিনোদন কেন্দ্রে ভীড় করেছেন অসংখ্য পর্যটক। প্রবেশ ফি ও রাইডারে কিছুটা ছাড় দেয়ায় বেড়েছে দর্শনার্থির সংখ্যা। নিরাপত্তার নিয়ে সন্তুষ্ট পার্কে আসা পর্যটকরা।

ঈদের ছুটিতে ঐতিহ্যবাহী সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ বাগেরহাটের পর্যটন স্পাষ্টগুলোতে দর্শনার্থীদের উপচেড়া ভিড় দেখা গেছে।

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের আগমনে মুখরিত মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান,শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১,টিলাঘেরা সবুজ চা বাগানসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র।

দর্শনার্থীদের নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা টিম নিয়োজিত রয়েছে।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে লাউয়াছড়াসহ সব পর্যটনকেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন হয়। ঈদের আনন্দ যেন ভালোভাবে শেষ করে বাড়ি ফিরতে পারেন সেই প্রত্যাশা সবার।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button