fbpx
আন্তর্জাতিকইউরোপ

প্যারিস অলিম্পিকের আগে শত শত অভিবাসীকে সরিয়ে নিচ্ছে পুলিশ

জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের আগে শহরটিতে বসবাসরত অভিবাসীদের সরিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্যারিস পুলিশ৷

অভিবাসীদের জনসাধারণের দৃষ্টি থেকে সরিয়ে নেয়ার পদক্ষেপের অংশ হিসেবে শহরের অভিবাসী ক্যাম্পগুলো ফাঁকা করা হচ্ছে৷ 

তবে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, এতে করে উচ্ছেদকৃতরা আরও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে৷

বুধবার (১৭ এপ্রিলঅলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে প্যারিসের পুলিশ শহরের দক্ষিণ উপকণ্ঠেরভিট্রিসুখসেইনএলাকার একটি বড় অভিবাসী ক্যাম্প উচ্ছেদ করেছে৷

একটি পরিত্যক্ত বাস কোম্পানির কার্যালয়ের সামনে খালি জায়গায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পটিতে প্রায় ৪৫০ জন অভিবাসী ছিলেন৷ যাদের বেশির ভাগই ছিলেন তরুণ তরুণী তবে তাদের সঙ্গে কয়েকজন মা শিশু ছিলেন বলে জানা গেছে৷

মানবাধিকার সংস্থাগুলো বলছে উচ্ছেদকৃত বেশিরভাগ অভিবাসীর থাকার বৈধ অনুমোদন রয়েছে৷ তারা সামাজিক আবাসন প্রকল্পের আওতায় বাড়ি বরাদ্ধের জন্য অপেক্ষা করছিলেন৷

২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অলিম্পিক গেমসের আগে শহরটিকেপরিষ্কারকরার উদ্দেশে যাদের এখন বের করে দেয়া হচ্ছে, দীর্ঘমেয়াদে তাদের আবাসন খুঁজে পেতে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছে সংস্থাগুলো৷  

মানবিক সংগঠনমেদিসি দু মোন্দএর সদস্য পল আলুজি বলেন,  ‘‘ফ্রান্সে স্কু ছিল সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প৷ অলিম্পিকের জন্য গত এক বছরে এর আকার প্রায় দ্বিগুণ হয়েছে৷ নগর কর্তৃপক্ষ অলিম্পিক ভিলেজের পার্শ্ববর্তী এলাকা থেকে অভিবাসীদের সরিয়ে দেয়৷ অনেক গৃহহীন মানুষ এখানে আশ্রয় নেয়৷

কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ অভিযান আরও কয়েক দিন চালু থাকবে৷

বুধবার (১৭ এপ্রিল) প্রায় ৩০০ জনকে জোর করে সরিয়ে নেয়া হয়৷ আগের রাতে আরও ১৫০ জন অন্যত্র চলে যায়৷ উচ্ছেদকৃতদের অনেককে ফ্রান্সের অন্যান্য শহরে আনার জন্য বাসে তোলা হয়েছিল৷

কিছু গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করে বলেছেএই উচ্ছেদ অভিযান স্কু থেকে উৎখাত করা স্কুল পড়ুয়া শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে৷ ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button